Site icon Jamuna Television

মৌসুম শেষেই অবসরে যাচ্ছেন র‍্যাপিনো

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের নারী ফুটবল দলের হয়ে দুইবারের বিশ্বকাপ জেতা মেগান র‍্যাপিনো চলতি মৌসুম শেষেই অবসরের ঘোষণা দিয়েছেন। অবশ্য অবসরে যাবার আগে নিজ দেশের হয়ে চতুর্থবারের মত বিশ্বকাপ খেলতে নামবেন তিনি।

যুক্তরাষ্ট্রের নারী দলের হয়ে ১৯৯ ম্যাচে ৬৩ গোল আর ৭৩ অ্যাসিস্ট করেছেন র‍্যাপিনো। জাতীয় দলের জার্সিতে ৮৬ শতাংশ ম্যাচ জয় করার রেকর্ড আছে তার। তবে এবার বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।

দেশের হয়ে ২০১৫ এবং ২০১৯ সালে টানা দুই বিশ্বকাপ জিতেছেন র‍্যাপিনো। এরমাঝে ২০১৯ সালটাকে আলাদাভাবে মনে রাখতে চাইবেন তিনি। সেবছর বিশ্বকাপ জয়ের পাশাপাশি ফিফার বর্ষসেরা নারী ফুটবলারের খেতাব পেয়েছিলেন এই তারকা। একইসঙ্গে ব্যালন ডি’অর, স্পোর্টস ইলাস্ট্রেটেড স্পোর্টসপার্সন অভ দ্য ইয়ারের পুরস্কারও পান তিনি। ছিল বিশ্বকাপের গোল্ডেন বল এবং গোল্ডেন বুট জেতার কীর্তি।

/আরআইএম

Exit mobile version