Site icon Jamuna Television

প্রলয়ঙ্কারী বন্যায় বিপর্যস্ত স্পেনের উত্তর-পূর্বাঞ্চল, মানুষসহ ভেসে যাচ্ছে যানবাহন (ভিডিও)

শিলাবৃষ্টি ও প্রলয়ঙ্কারী বন্যায় বিপর্যস্ত স্পেনের উত্তর-পূর্বাঞ্চল। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর না মিললেও, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জারাগোজা শহর। জারাগোজার বেশিরভাগ রাস্তাঘাটই তলিয়ে গেছে বন্যার পানিতে। প্রবল স্রোতে গাড়ি ও অন্যান্য যানবাহন ভেসে যাচ্ছে। খবর এনডিটিভির।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে বন্যার ভয়াবহতার একাধিক ভিডিও। অনেকেই শেয়ার করছেন নিজেদের অভিজ্ঞতা। তাতে দেখা গেছে, বাধ্য হয়েই অনেকে গাড়ির ছাদে অবস্থান করছেন। কয়েকজন গাছের উপর উঠে বসেন। এ পরিস্থিতিতে জরুরি সতর্কতা জারি করেছে প্রশাসন। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে না বেরুনোর পরামর্শ সরকারের।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

এদিকে, বৈরী পরিবেশের কারণে উদ্ধারকাজ পরিচালনায় সংকটে পড়ছেন স্বেচ্ছাসেবী ও ফায়ারসার্ভিসের কর্মীরা। হেলিকপ্টার ব্যবহার করে দুর্গত এলাকা থেকে সরানো হচ্ছে বাসিন্দাদের।

এসজেড/

Exit mobile version