Site icon Jamuna Television

ঢাকা-১৭ আসনে ভোট: কড়াইল বস্তিতে আ. লীগ ও জাকের পার্টির প্রার্থীর প্রচারণা

রাজধানীর কড়াইল বস্তি এলাকায় প্রচারণা চালিয়েছেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত।

রোববার (৯ জুলাই) প্রচারণাকালে বস্তিবাসীর সাথে কুশল বিনিময় করেন তিনি। আর উপনির্বাচনে আওয়ামী লীগকে জয়যুক্ত করার আহ্বান জনান।

এ আরাফাত বলেন, নির্বাচন নিয়ে মানুষ যে উচ্ছ্বাস প্রকাশ করছে, তাতে নৌকার জয় কেউ ঠেকাতে পারবে না। আওয়ামী লীগের প্রতি মানুষের অনেক প্রত‍্যাশা। মানুষ জেনে গেছে একমাত্র আওয়ামী লীগের মাধ‍্যমেই জীবনযাত্রায় পরিবর্তন সম্ভব। তাই নির্বাচনে জয়ের ব‍্যাপারে আশাবাদ প্রকাশ করেন নৌকার এ প্রার্থী।

এদিন, একই এলাকায় প্রচারণা চালান গোলাপ ফুল প্রতীক নিয়ে জাকের পার্টির মনোনীত প্রার্থী রাশিদুল হাসান রাশেদ। তিনি কড়াইল বস্তির অলিগলি ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং নির্বাচনী লিফলেট বিতরণ করেন।

এ সময় রাশিদুল হাসান রাশেদ বলেন, এ পর্যন্ত ঢাকা-১৭ আসনে স্থানীয় বা এলাকার কোনো জনপ্রতিনিধি পায়নি এলাকাবাসী। এবার যেহেতু এলাকার ছেলে হিসেবে তিনি নির্বাচন করছেন, তাই এলাকাবাসীর ভালোবাসা পাচ্ছেন বলে জানান এই প্রার্থী।

/এমএন

Exit mobile version