Site icon Jamuna Television

টঙ্গীতে আলোচিত শ্রমিক নেতা শহিদুল হত্যা মামলায় গ্রেফতার ৩

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর:

গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় চাঞ্চল্যকর শ্রমিক নেতা শহিদুল ইসলাম হত্যা মামলায় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৯ জুলাই) বিকেলে গাজীপুর মহানগর পুলিশ সদরদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ পুলিশ কমিশনার মাহবুব উজ জামান।

গ্রেফতারকৃতরা হলেন, পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়নের গাজীপুর জেলার সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম, রাসেল মন্ডল ও ম্যানেজার হানিফ।

এ বিষয়ে উপ পুলিশ কমিশনার মাহবুবু উজ জামান বলেন, ঘটনার পর বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি কল্পনা আক্তার বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করেন। মামলার ২৪ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় ১নম্বর আসামি মাজাহারুল ইসলামকে টঙ্গী পশ্চিম থানা পুলিশ গ্রেফতার করে। সকালে ময়মনসিংহ জেলার নামাপাড়া থেকে মো. রাসেল মন্ডলকে গ্রেফতার করা হয়। এর আগে শনিবার রাতে শিল্প পুলিশ অভিযান চালিয়ে ম্যানেজার হানিফকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলোচিত হত্যাকাণ্ডের বিষয়ে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

এসজেড/

Exit mobile version