Site icon Jamuna Television

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে ভাঙচুর: অভিযুক্ত নাসির তিনদিনের রিমান্ডে

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয় কক্ষের গ্লাস ভাঙচুরের ঘটনায় গ্রেফতারকৃত নাসির উদ্দিনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৯ জুলাই) ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণের পর তার সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

শুনানি শেষে বিকেল ৪টার দিকে তিনদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন ঠাকুরগাঁও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস রমেশ কুমার ডাগা।

উল্লেখ্য, শনিবার (৮ জুলাই) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দ্বিতীয় তলার বিভিন্ন কক্ষে ও অদম্য মুজিব কর্নারের গ্লাস ও দরজা ভাঙচুর করে নাসির। এ সময় সে তাকবীর বলতে থাকে এবং দেশের সকল বন্দি আলেম-ওলামার মুক্তি চেয়ে স্লোগান দেয়। রাজমিস্ত্রির কাজে ব্যবহৃত বেলচা দিয়ে সে এসব ভাঙচুর চালায়। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানা পুলিশের এসআই মামুনুর রশিদ এবং নৈশ প্রহরী হরকান্ত বর্মণ আহত হয়।

এএআর/

Exit mobile version