Site icon Jamuna Television

পাবনায় চাঞ্চল্যকর আবুল কালাম হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

পাবনা প্রতিনিধি:

পাবনার আতাইকুলায় চাঞ্চল্যকর আবুল কালাম হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় একজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

রোববার (৯ জুলাই) বিকেলে পাবনা জেলা সিনিয়র জেলা ও দায়রা জজের বিচারক বেগম শামীম আহমেদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, আতাইকুলা থানার শ্রীকোল গ্রামের মোতাহার হোসেন, সাইদুল ইসলাম, আলাই, আক্কাছ আলী ফকির, শাহিন, রমজান আলী প্রামাণিক, সাইফুল ইসলাম ও আতাউর রহমান। রায় ঘোষণার সময় ছয় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। অপর দুই আসামি সাইদুল ইসলাম ও সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক রয়েছেন।

আদালত সূত্র জানায়, পাবনার আতাইকুলা থানার শ্রীকোল গ্রামের আবুল কালামের সাথে দণ্ডপ্রাপ্তদের বিরোধ চলছিল। এরই জেরে ২০১৬ সালের ২৪ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দণ্ডপ্রাপ্তরা আবুল কালামকে কৌশলে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে।

এ ঘটনায় আবুল কালামের ছেলে সুরুজ আলী বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে মামলা করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আটজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে খালাসের আদেশ দেন আদালত।

সরকারপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট আব্দুস সামাদ খান রতন ও আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট শাজাহান আলী খান।

এএআর/

Exit mobile version