Site icon Jamuna Television

সেই কমান্ডারদের নিয়ে দেশে ফিরলেন জেলেনস্কি

ছবি: সংগৃহীত

রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে বন্দি হওয়া ইউক্রেনীয় আজভ কমান্ডাররা মুক্তি পেয়ে দেশে ফিরেছেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাদের সঙ্গে নিয়ে তুরস্ক থেকে ইউক্রেন ফিরেছেন। খবর সিএনএন’র।

দেশে ফিরেই শনিবার (৮ জুলাই) তাদের নিয়ে সংবাদ সম্মেলনে অংশ নেন প্রেসিডেন্ট জেলেনস্কি। সেখানে যুদ্ধক্ষেত্রে পুনরায় ফিরে যাওয়ার কথা জানান কমান্ডাররা।

ইউক্রেনীয় সর্বশেষ প্রতিরোধ ঘাঁটি মারিউপোলের আজভস্টল স্টিল কারখানা। ২০২২ সালে এ ঘাঁটি রুশদের দখলে চলে যাওয়ায় ইউক্রেনীয় কমান্ডাররা আত্মসমর্পণ করেন। দেশে ফিরে তুরস্কে অবস্থানের অভিজ্ঞতা তুলে ধরেন কমান্ডাররা। এ সময় ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান তারা।

এএআর/

Exit mobile version