Site icon Jamuna Television

পাহাড়ি ঢল-ভূমিধসে বিপর্যস্ত ভারতের হিমাচল প্রদেশ, ১০ জেলায় রেড অ্যালার্ট

পাহাড়ি ঢল আর ভূমিধসে বিপর্যস্ত ভারতের হিমাচল প্রদেশ। ১০টি জেলায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা সংকেত বা রেড অ্যালার্ট। খবর রয়টার্সের।

এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। জাতীয় আবহাওয়া অধিদফতরের তথ্য অনুসারে, উপচে পড়ছে প্রত্যেকটি নদীর পানি। ভেসে যাচ্ছে গাড়ি-বসতবাড়ি। স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। পরিস্থিতি মোকাবেলায় আগামী দু’দিন সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে রাজ্য প্রশাসন। সবচেয়ে খারাপ পরিস্থিতি আদিবাসী অধ্যুষিত কিন্নোর, লাহোল ও স্পিতি এলাকার। সেখানে ২৪ ঘণ্টায় ২০৪ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আটকা পড়েছেন দুই শতাধিক বাসিন্দা।

বৈরি আবহাওয়ার কারণে দুর্গত এলাকায় পৌঁছাতে পারছেন না উদ্ধারকর্মীরা। বিচ্ছিন্ন সিমলা-কুলু-মানালি পর্যটন এলাকাগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থা। বন্ধ অঞ্চলটির ৭৩৬টি রোড।

এটিএম/

Exit mobile version