Site icon Jamuna Television

তৃতীয় টেস্টে ৩ উইকেটে অস্ট্রেলিয়াকে হারাল ইংল্যান্ড

লিডস টেস্টে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। রোববার (৯ জুলাই) অজিদের দেয়া ২৫১ রানের লক্ষ্যে ৭ উইকেট হারিয়ে পৌঁছে যায় ইংলিশরা। এই পরাজয়ের পরও পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। খবর ইএসপিএন ক্রিক ইনফোর।

এই জয়ে সিরিজ বাঁচিয়ে রাখলো ইংল্যান্ড। ২৫১ রানের লক্ষ্য ছুঁতে গিয়ে ১৬১ রানেই ৬ উইকেট হারিয়ে বসে থ্রি লায়ন্সরা। সেখান থেকে ম্যাচের ভাগ্য পরিবর্তন করেন হ্যারি ব্রুক। চার বছর আগে স্টোকসের মতো দলকে জিতিয়ে ফিরতে না পারলেও খেলেন ৭৫ রানের একটি কার্যকরী ইনিংস। তুলির শেষ আঁচড়টি অবশ্য দিয়েছেন ক্রিস ওকস। স্টার্কের বলে দারুণ এক চার মেরেই দলকে জেতান তিনি। আর তাতেই টিকে রইল অ্যাশেজের উত্তেজনা। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হন মার্ক উড।

এর আগে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ২৬৩ রানের জবাবে ইংল্যান্ড করে ২২৪ রান। পরে দ্বিতীয় ইনিংসে ২৩৭ রান করে অজিরা।

এটিএম/

Exit mobile version