Site icon Jamuna Television

কানাডায় বিমানে অগ্নিকাণ্ড

কানাডার কুইবেকে এয়ারপোর্টে থাকা একটি বিমান পুড়লো আগুনে। রোববার (৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে এ ভিডিও ভাইরাল হয়। খবর রয়টার্সের।

মন্ট্রিল-পিয়েরে এলিয়ট ট্রুডো আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে। এ সময় অন্য বিমানের যাত্রীরা মোবাইলে এ দৃশ্য ধারণ করেন। তাতে দেখা যায়, এয়ার কানাডার একটি বিমানের শেষভাগে ছড়িয়ে পড়েছে আগুন। তাতে পুড়ছে এয়ারপোর্টে মালামাল বহনকারী একটি গাড়িও।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চেষ্টায় দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় পরিস্থিতি। কেউ হতাহত হননি, এমনটাও জানিয়েছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে।

/এমএন

Exit mobile version