বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সাথে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। এখানে লুকোচুরির কিছু নেই, এ কথা বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (১০ জুলাই) দুপুরে চার্লস হোয়াইটলির সাথে বৈঠক শেষে সচিবালয়ে এ কথা বলেন তিনি। আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার ইসিকে সহায়তা করবে। সরকারি দল রুটিন দায়িত্ব পালন করবে। নির্বাচনে পর্যবেক্ষকদের সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। ভিয়েনা কনভেনশন ৪১ ধারা অনুযায়ী দায়িত্ব পালন করবে। এতে কোনো আপত্তি নেই।
ওবায়দুল কাদের আরও বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক করতে বিএনপি আসবে কি আসবে না সেটা তাদের বিষয়। তাছাড়া রাজনীতি সমঝোতার দিকে যাবে কি না, তা এখনই বলা যাবে না।
চলতি মাসের শেষ দিকে আওয়ামী লীগের ৫ সদস্যের প্রতিনিধি দল ভারতের বিজেপি নেতাদের সাথে বৈঠক করতে যাবে বলেও জানান দলটির সাধারণ সম্পাদক।
/এমএন

