Site icon Jamuna Television

চট্টগ্রামে ড্রোন দিয়ে এডিশ মশার লার্ভা শনাক্তকরণ চলছে, ভবন মালিককে জরিমানা

চট্টগ্রামে দ্বিতীয় দিনের মতো ড্রোন দিয়ে বহুতল ভবনের ছাদবাগানে এডিশ মশার প্রজননস্থল শনাক্তে অভিযান শুরু করেছে সিটি করপোরেশন।

সোমবার (১০ জুন) বেলা ১১টায় সিটি করপোরেশনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নের্তৃত্ব নগরীর আগ্রাবাদের সিডিএ আবাসিক এলাকায় এই অভিযান শুরু হয়। এ সময় গাছের টবে লার্ভার অস্তিত্ব চোখে পড়ায় এক বাড়ির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

ভাবনের ছাদে অপরিচ্ছন্ন পানি জমে থাকায় সর্তক করা হয় বেশ কয়েকজন মালিককে। অভিযানের পাশাপাশি চলছে মশক নিধনে মশার ওষুধ ছিটান এবং মানুষকে সচেতন করার কর্যক্রম।

এটিএম/

Exit mobile version