Site icon Jamuna Television

আরপিও সংশোধনে ইসির ক্ষমতা কমেনি: সিইসি

গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধনীর ফলে নির্বাচন কমিশনের ক্ষমতা কমেনি বলে মন্তব্য বরেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সোমবার (১০ জুলাই) দুপুরে নির্বাচন ভবনে আরপিও সংশোধন প্রসঙ্গে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন সিইসি। বলেন, সরকার কিছু চাপিয়ে দেয়নি। নির্বাচন কমিশনের সম্মতিতে আরপিও সংশোধন করা হয়েছে। সরকার কিছু বিভ্রান্তি দূরের প্রস্তাব দিয়েছিল, যাতে ইসি সম্মতি দিয়েছে।

নির্বাচন সুষ্ঠু করতে ভবিষ্যতেও আইনের যেকোনো সংশোধনীর জন্য ইসি প্রস্তুত উল্লেখ করে কাজী হাবিবুল আউয়াল বলেন, নতুন করে ব্যালেটে ভোটারের সাক্ষর থাকার বিষয়টি যোগ হয়েছে।

/এমএন

Exit mobile version