ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সংশ্লিষ্টরা তাদের দায়িত্ব পালন করছেন। তবে যার যার ঘর তাকেই পরিচ্ছন্ন রাখতে হবে।
সোমবার (১০ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভার্চুয়ালি ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ঢাকা মেডিকেল কলেজকে ঢেলে সাজানো হবে। এর মাধ্যমে চার হাজার রোগী একসাথে চিকিৎসা নিতে পারবে। সফলভাবে কোভিড ১৯ মোকাবেলা করায় চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্টসহ সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
ইউএইচ/

