Site icon Jamuna Television

ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত ভারতের উত্তরপ্রদেশ, ৩ দিনে মৃত্যু ৩৪ জনের

ভারী বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত ভারতের একাংশ। উত্তরপ্রদেশেও এর প্রভাব পড়েছে আশঙ্কাজনকভাবে। টানা বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে গত তিনদিনে রাজ্যটিতে প্রাণ গেছে ৩৪ জনের। এর মধ্যে ১০ জনেরই মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। খবর আনন্দবাজার পত্রিকার।

সোমবার (১০ জুলাই) রাজ্য সরকারের পরিসংখ্যানে বলা হয়েছে, নিহত ৩৪ জনের মধ্যে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ১৭ জন। পানি ডুবে প্রাণ গেছে ১২ জনের। বাকি পাঁচ জনের মৃত্যু হয়েছে আকস্মিক বন্যা এবং ভূমিধসের কারণে।

এদিকে, নিহতদের পরিবারকে চারলাখ রুপি করে সহায়তার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের চিকিৎসা খরচ বহনের আশ্বাসও দেয়া হয়েছে।

দেশটির আবহাওয় অফিস বলছে, চলতি বর্ষার মৌসুমে উত্তরপ্রদেশে ১১ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। তার জেরে গঙ্গা, যমুনা, রামগঙ্গাসহ বিভিন্ন নদীর পানির স্তর বাড়ছে। নিচু এলাকাগুলোতে বাড়ছে জলাবদ্ধতা। রাজ্যটির ৭৫টি জেলার মধ্যে প্রায় ৬৮টি জেলাই ভারী বৃষ্টির কারণে বিপর্যস্ত।

এসজেড/

Exit mobile version