Site icon Jamuna Television

টানা বর্ষণে ভয়াবহ ভূমিধসের কবলে চীনের হুবেই প্রদেশ, নিখোঁজ অন্তত ৭

ছবি: সংগৃহীত

টানা বর্ষণে ভয়াবহ ভূমিধসের কবলে পড়েছে চীনের হুবেই প্রদেশ। এ দুর্যোগে রোববার (৯ জুলাই) পর্যন্ত নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৭ জন। খবর সিসিটিভি প্লাসের।

কর্তৃপক্ষ জানায়, টানা বৃষ্টিপাতের কারণে একটি হাইওয়ে কনস্ট্রাকশন সাইটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিধসের জেরে ধসে পড়েছে পাঁচ লাখ কিউবিক মিটার নির্মাণ কাজ। এতে ঘটনাস্থলে আটকা পড়েন অন্তত ১২ জন। অভিযান চালিয়ে ৫ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

এদিকে নিখোঁজদের সন্ধানে এখনও চলছে জোরালো উদ্ধারকাজ। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাদের শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে। ঘটনাস্থলে প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স ও চিকিৎসক দল।

এএআর/

Exit mobile version