Site icon Jamuna Television

চলে গেলেন বার্সার ব্যালন ডি’অর জয়ী স্প্যানিশ তারকা লুইস সুয়ারেজ

ছবি: সংগৃহীত

বার্সেলোনার হয়ে ব্যালন ডি’অর জয়ী কিংবদন্তি ফুটবলার লুইস সুয়ারেজ আর নেই। রোববার (৯ জুলাই) ৮৮ বছর বয়সে মারা গেছেন স্পেনের তারকা এই ফুটবলার। মিলান শহরের অন্যতম ক্লাব ইন্টার মিলান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। খবর গোল ডটকমের।

১৯৫৭ থেকে ১৯৭২ সাল পর্যন্ত স্পেন জাতীয় দলের হয়ে ৩২ ম্যাচে ১৪ গোল করেন সুয়ারেজ। ১৯৬৪ সালে জেতেন ইউরোপিয়ান নেশনস কাপ (বর্তমানে ইউরো)।

ক্লাব ক্যারিয়ারে ১৯৫৫ সালে বার্সেলোনায় যোগ দেন সুয়ারেজ। কাতালান ক্লাবের হয়ে ২৫৩ ম্যাচে গোল করেন ১৪১টি। বার্সেলোনার হয়ে খেলার সময়েই ১৯৬০ সালে ব্যালন ডি’অর জেতেন তিনি। কাতালান ক্লাবটিতে ছয় বছর কাটিয়ে ১৯৬১ সালে আক্রমণাত্মক মিডফিল্ডার লুইস সুয়ারেজ পাড়ি জমান ইন্টার মিলানে। ইতালির ক্লাবটির হয়ে খেলেছেন ৯ বছর। ইতালিয়ান ক্লাবটিকে তিনি তিন বার ইতালিয়ান সিরি’আ এবং দুই বার ইউরোপিয়ান কাপ (বর্তমানে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ) জিতিয়েছিলেন।

এখনো পর্যন্ত স্পেনে জন্ম নেয়া কোনো স্প্যানিশ ফুটবলারের ব্যালন ডি’অর জয়ের একমাত্র কীর্তি হয়ে আছে সুয়ারেজেরই। তিনি ছাড়াও স্প্যানিশ হিসেবে দুই বার ব্যালন ডি’অর জিতেছেন আলফ্রেডো ডি স্টেফানো। তবে স্টেফানোর জন্ম আর্জেন্টিনায়। পরে জাতীয়তা বদলে তিনি স্প্যানিশ বনে গিয়েছিলেন।

/আরআইএম

Exit mobile version