Site icon Jamuna Television

ডেঙ্গু প্রতিরোধে নরসিংদীতে অভিযান, ৪ স্থাপনা মালিককে জরিমানা

স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী:

নির্মাণাধীন ভবনের মেঝে, লিফটের গর্ত এবং ড্রেনে এডিস মশার লার্ভা পাওয়ায় নরসিংদীতে চারটি স্থাপনার মালিককে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ জুলাই) বিকেলে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন। এ সময় পৌর শহরের উপজেলা মোড় এবং ব্রাহ্মন্দী এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে চারটি মামলায় মোট ৩৪ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্মাণাধীন স্থাপনায় জমানো পানি, ট্যাংক এবং ফুলের টবে জমে থাকা পানি থেকে ডেঙ্গু লার্ভা উৎপন্ন হচ্ছে উল্লেখ করে ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতনতার আহ্বান জানায় জেলা প্রশাসন।

এএআর/

Exit mobile version