Site icon Jamuna Television

আড়িয়াল খাঁ নদে ড্রেজার ডুবে ৩ শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপনডেন্ট, মাদারীপুর:

মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদের নদী শাসন কাজের ড্রেজার ডুবে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুলাই) স্থানীয় ডুবুরিদের সহায়তায় পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে।

নৌ পুলিশ ও ড্রেজার শ্রমিকরা জানায়, শিবচরের নিলখী ইউনিয়নের আড়িয়াল খাঁ নদী শাসন কাজের জন্য কয়েকটি ড্রেজার দিয়ে একপাড়ে বালু উত্তোলন এবং অপরপাড়ে অপসারণের কাজ চলছে। এতে জেবা সিনথিয়া নামে একটি ড্রেজারসহ অসংখ্য ড্রেজার মুন্না হাজীর মোড় সংলগ্ন নদীপাড়ে নোঙ্গর করে বিশাল এলাকাজুড়ে বালু অপসারণের কাজ করছিল।

তারা আরও জানান, সোমবার দুপুরে জেবা সিনথিয়া নামের ড্রেজারটির ভেতরে তিনজন শ্রমিক ছিলেন। এ সময় হঠাৎ করে ড্রেজারটি পানিতে ডুবে যায়। ড্রেজারের দরজা বন্ধ থাকায় ওই শ্রমিকরা ভেতরে আটকা পড়েন। দুর্ঘটনার খবর পেয়ে কলাতলা নৌ পুলিশ ফাঁড়ি ও নিলখী পুলিশ ফাঁড়ির সদস্যরা স্থানীয় ডুবুরিদের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করেন।

ড্রেজারটির অপর শ্রমিক ফারুক হোসেন বলেন, ড্রেজারের ভিতর তিন শ্রমিককে রেখে আমি কালামৃধা বাজারে গিয়েছিলাম। পরে খবর পাই আমাদের ড্রেজারটি ডুবে গেছে। নদীর পাড়ে এসে দেখি ড্রেজারটি ডুবে গেছে। কাউকে উঠানো সম্ভব হয়নি। পরে ডুবুরি এসে লাশ উদ্ধার করে। পাশের ড্রেজারের ধাক্কায় আমাদের ড্রেজারটি ডুবে গেছে বলে মনে হয়।

কলাতলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, ড্রেজারডুবির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ডুবুরিদের সহায়তায় নিখোঁজ তিন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ড্রেজারটিতে পানি জমে ছিল। এতেই ড্রেজারটি ডুবে যায় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

এএআর/

Exit mobile version