Site icon Jamuna Television

নর্থ সাউথের শিক্ষার্থী শানের অবস্থা সংকটাপন্ন, ‘এ’ নেগেটিভ রক্ত প্রয়োজন

সাতক্ষীরা প্রতিনিধি :

রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের মেধাবী শিক্ষার্থী শানের শারীরিক অবস্থা সংকটাপন্ন। ‘লিথুনিয়া’ রোগে আক্রান্ত এই শিক্ষার্থী। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রতিদিন তার শরীরে রক্ত দিতে হচ্ছে।

শান (২০) রাজধানীর ধানমন্ডি এলাকার মোহাম্মদ ফারুকের ছেলে। মোহাম্মদ ফারুক অরাজনৈতিক সংগঠন ‘ভালোবাসার মঞ্চে’র সাধারণ সম্পাদক।

ভালোবাসার মঞ্চের সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী ওপেল জানান, ঈদুল আজহার আগের দিন রাত থেকে মেধাবী শিক্ষার্থী শান হাসপাতালে ভর্তি। প্রতিদিন শরীরে রক্ত দিতে হচ্ছে। রক্তের গ্রুপ এ নেগেটিভ। প্রচুর রক্তের প্রয়োজন হচ্ছে। যাদের শরীরের রক্তের সঙ্গে মিলে যায় তাদের রক্ত দেয়ার জন্য অনুরোধ করছি।

রক্ত দিতে আগ্রহীরা যোগাযোগ করতে পারবেন (মোহাম্মদ ফারুক- ০১৭১১৫২৬২৯০, আব্দুল বারী ওপেল ০১৭১৭৫৫৪২৫৫)।

ইউএইচ/

Exit mobile version