Site icon Jamuna Television

আশুলিয়ায় স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী স্বামী।

স্টাফ করেসপন্ডেন্ট, সাভার:

সাভারের আশুলিয়ায় স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে এক স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী স্বামী আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (৯ জুলাই) রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রণস্থল এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই স্বামীর (৪০) গ্রামের বাড়ি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার মেরিগাছা গ্রামে। আর অভিযুক্ত স্ত্রীর বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর এলাকায়।

স্থানীয়রা জানান, ভুক্তভোগী ওই স্বামীর আগের স্ত্রী থাকলেও এক পোশাক শ্রমিককে দ্বিতীয় বিবাহ করেন। যা নিয়ে প্রথম স্ত্রীর সঙ্গে মনমালিন্য চলছিল। সেই বিরোধের জেরে প্রথম স্ত্রী রাতে ঘুমের মধ্যে ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেয়।

নজরুল ইসলাম কাজী নামে এক প্রতিবেশী বলেন, ওই নারী রাতেই তার স্বামীর পুরুষাঙ্গ কর্তন করে আমাকে ফোন করেন। পরে আমি ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় নাজমুল হোসেনকে দ্রুত হাসপাতালে প্রেরণ করি।

সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক ইউসুফ জানান, রোগীর অবস্থা এখনও আশঙ্কাজনক। চিকিৎসা চলছে।

এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএআর/

Exit mobile version