স্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী:
স্কুলের শ্রেণীকক্ষকে গেস্ট হাউজ বানিয়ে পর্যটকদের কাছে নিয়মিত ভাড়া দেয়ার অভিযোগ উঠেছে কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। বর্তমানে ‘কুয়াকাটা বি.বি গেস্ট হাউজ’ নামে পরিচিত ওইসব ক্লাসরুমে দীর্ঘদিন ধরে এমন কার্যক্রম চলালেও এ বিষয়ে কিছুই জানা নেই বলে দাবি উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা বিভাগের।
সোমবার (১০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত কিছু ছবি ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয় জেলাজুড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত প্রায় এক বছর ধরে কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের একটি ক্লাস রুমকে গেস্ট হাউজ হিসেবে পর্যটকদের কাছে ভাড়া দেয়া হচ্ছে। পদ্মা সেতু চালু হওয়ার পর কুয়াকাটায় পর্যটকদের উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় এটি ভাড়াও হচ্ছে নিয়মিত। তবে এ গেস্ট হাউজের ভাড়া কোথায় যাচ্ছে বা কি কি খাতে ব্যয় করা হচ্ছে এর সঠিক কোনো হিসাব কারও কাছে নেই।
এ ব্যাপারে জানতে চাইলে কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. খলিলুর রহমান জানান, বিভিন্ন সময় শিক্ষা বিভাগ থেকে অনেক উচ্চ পদস্থ কর্মকর্তারা কুয়াকাটায় আসেন। তাদের জন্য অনেক সময় রুম পাওয়া যায় না। তাই গেস্ট হাউজ হিসেবে কয়েকটি রুম তৈরি করা হয়েছে। এগুলো কখনও সাধারণ মানুষের কাছে ভাড়া দেয়া হয় না বলে দাবি তার।
প্রধান শিক্ষকের দাবি, স্কুলের চারটি কক্ষকে গেস্ট হাউজ বানানো হয়েছে। যার দুটির একটিতে গণিত শিক্ষক এবং একটিতে ইংরেজি শিক্ষক নিয়মিত থাকছেন এবং বাকি দুটি কক্ষ অতিথিদের থাকার জন্য ব্যবহার করা হয়।
এদিকে, রোববার (৯ জুলাই) রাতে কুয়াকাটা পৌর ছাত্রলীগের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি সৈয়দ মোহাম্মদ কাওছার ও পৌর কৃষকলীগের নেতা তুহিন দেওয়ান তাদের ফেসবুক অ্যাকাউন্টে রেষ্ট হাউজের বেশ কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করলে মুহুর্তে সেটি ভাইরাল হয়।
ফেসবুকই পোস্টটি দেখে সোমবার (১০ জুলাই) কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন সরেজমিনে স্কুল পরিদর্শনে যান এবং তাৎক্ষণিক বিবি গেস্ট হাউসের সাইনবোর্ড খুলে ফেলেন তিনি। রুমের ভেতরে থাকা সমস্ত ফার্নিচার অপসারণ করে ওই গেস্ট হাউস বন্ধ করে দেন তিনি।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন জানান, বিষয়টি গতকাল জানতে পেরেছি। আজ বিবি গেস্ট হাউস বন্ধ করে দেয়া হয়েছে। স্কুল পরিচালনা কমিটির সভাপতিকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
/এসএইচ
Leave a reply