য়্যুভেন্তাসের সাবেক চেয়ারম্যান আন্দ্রেয়া আগনেল্লিকে ১৬ মাসের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। কোভিড মহামারির সময় খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
গত মে মাসে য়্যুভেন্তাসের সাবেক এই চেয়ারম্যানকে দোষ স্বীকার করতে বলা হয়েছিল। কিন্তু আগনেল্লি তা না করায় ৭ লাখ ইউরো জরিমানা এড়াতে সক্ষম হয় য়্যুভেন্তাস।
আর্থিক হিসাবে দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে গত নভেম্বরে ক্লাবটির চেয়ারম্যানের পদ ছাড়েন আগনেল্লি। গত জানুয়ারিতে আগনেল্লিকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। য়্যুভেন্তাসের আর্থিক হিসাব ঠিক রাখতে দলবদলের খরচে গোঁজামিল দেয়ার অভিযোগ তার বিরুদ্ধে। আগামী ২৬ অক্টোবর এসব নিয়ে আদালতে শুনানি শুরু হবে।
/এমএন/আরআইএম

