Site icon Jamuna Television

মুক্তি পেলো ‘জওয়ান’ এর প্রিভিউ

কইমইডটকম থেকে সংগৃহীত ছবি।

বলিউড কিং শাহরুখ খানের আপকামিং সিনেমা ‘জওয়ান’ এর প্রিভিউ মুক্তি পেয়েছে। ট্রেলারটি মুক্তির মাত্র ২১ ঘণ্টার মধ্যে ৪১ মিলিয়ন বার দেখা হয়েছে। আর, এটি পছন্দ করেছে ১ দশমিক ৩ মিলিয়নেরও বেশি মানুষ।

সোমবার (১০ জুলাই) দুপুরে শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেল থেকে ২ মিনিট ১২ সেকেন্ডের এই প্রিভিউ মুক্তি পায়।

জওয়ানের প্রিভিউয়ে একাধিক অবতারে দেখা গেছে বলিউড বাদশা শাহরুখ খানকে। কখনও তিনি মার্সেনারি, কখনও জেলার। কখনও তাকে দেখা গেছে ‘ড্যাশিং হিরো’ হিসেবে, আবার কখনও ভিলেন।

বলিউড বাদশাহর একই অঙ্গে এতো রূপ দেখে উচ্ছ্বাসিত ভক্তরা। তাদের কাছে প্রিভিউটি যেন প্রত্যাশার চেয়েও বেশি কিছু। শুরুর দিকে শাহরুখের গলায় ‘নাম তো সুনা হোগা’ শুনে যে রোমাঞ্চ জাগে, তাতেই রুপালি পর্দায় তার অনুরাগীদের উদ্দীপনা আরও কয়েক গুণ বেড়ে যেতে বাধ্য।

‘জওয়ান’ পরিচালনা করেছেন নন্দিত দক্ষিণী পরিচালক অ্যাটলি। শাহরুখ খান ছাড়াও ‘জওয়ান’ এ আরও আছেন দক্ষিণী তারকা অভিনেত্রী নয়নতারা, বিজয় সেতুপতি। ছবিতে বিশেষ এক চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন।

/এএম

Exit mobile version