Site icon Jamuna Television

সব রাজনৈতিক দল নির্বাচনে আসবে বলে ইইউ’র প্রতিনিধি দলের প্রত্যাশা

ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান আবেদ আলী।

ঢাকায় ব্যস্ত সময় পার করছে সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষণ প্রতিনিধি দল। চতুর্থ দিনের শুরুতে ইলেকশন মনিটরিং ফোরামের সাথে বৈঠক করেছে তারা। সব রাজনৈতিক দল বাংলাদেশের আগামী নির্বাচনে আসবে বলে প্রত্যাশার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল।

৬ সদস্যের ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর এ কথা জানিয়েছেন ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ আবেদ আলী। তার নেতৃত্বে ইলেকশন মনিটরিং ফোরামের ৪ সদস্য মঙ্গলবার (১১ জুলাই) সকালে ঢাকার ইউরোপীয় ইউনিয়ন কার্যালয়ে আসেন। সেখানে সকাল সোয়া আটটা থেকে ঘণ্টাখানেকের বৈঠকে ইইউ প্রতিনিধিরা বাংলাদেশের বিগত নির্বাচনগুলো সম্পর্কে জানতে চান।

আগামী নির্বাচনের পরিবেশ, সব রাজনৈতিক দলের অংশগ্রহণ বিষয়ে আলোচনা হলেও, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো কথা হয়নি বলে জানান ইলেকশন মনিটরিং ফোরামের নেতারা।

আরও পড়ুন: ইইউ’র প্রতিনিধি দলের সাথে নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি: বৈঠক শেষে ড. শাম্মী

/এম ই

Exit mobile version