Site icon Jamuna Television

আশ্রিত নাগরিকরা দেশে নিরাপত্তা সংকট সৃষ্টি করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

বাংলাদেশে আশ্রিত বিদেশি নাগরিক দেশের জন্য নিরাপত্তা সংকট বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১১ জুলাই) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে পাবলিক হেলথ ডিপ্লোম্যাসি বিষয়ক সম্মেলনে যোগ দিয়ে এ কথা জানান তিনি। অতি দ্রুত মিয়ানমার তাদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় আঞ্চলিক সহযোগিতা সংক্রান্ত পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, গত সাড়ে ১৪ বছরে মানুষের দোরগোঁড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার জন্য কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। বিনামূল্যে ইনসুলিন প্রদান প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় পিছিয়ে থাকা দেশগুলোর সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ জন্য নিবেদিত কূটনৈতিক তৎপরতার বিকল্প নেই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গত সাড়ে ১৪ বছরে আমরা স্বাস্থ্যসেবা মানুষের দোরগোঁড়ায় পৌঁছে দেয়ার চেষ্টা করেছি। মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিশেষায়িত হাসপাতাল, ইন্সটিটিউট গড়ে তোলা হয়েছে। সাড়ে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে তৃণমূলে স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে। বিনামূল্যে ইনসুলিন প্রদান প্রক্রিয়াধীন রয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, এদেশে আশ্রিত বিদেশি নাগরিক বাংলাদেশের জন্য নিরাপত্তা সংকট। আশা করি অতি দ্রুত মিয়ানমার তাদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যাবে। স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় পিছিয়ে থাকা দেশগুলোর সক্ষমতা বাড়াতে হবে। এ জন্য নিবেদিত কূটনৈতিক তৎপরতার বিকল্প নেই। বাংলাদেশ পুরোভাগে থাকবে। আসুন, পুরো বিশ্ব একযোগে কাজ করি।

/এম ই

Exit mobile version