Site icon Jamuna Television

ধবলধোলাই এড়াতে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানে বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এর আগে দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। তাই আজ টাইগারদের প্রধান লক্ষ্য ঘরের মাটিতে হোয়াইটওয়াশ এড়ানো।

মঙ্গলবার (১১ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। সোমবার (১০ জুলাই) বৃষ্টির কারণে স্বাগতিকদের অনুশীলন বাতিল হলেও ঘাম ঝরিয়েছে সফরকারীরা। দ্বিতীয় ওয়ানডেতে ইনজুরিতে পড়েন টাইগার পেসার এবাদত হোসেন। তার সেরে উঠতে সময় লাগবে দুই সপ্তাহের মতো। ফলে তৃতীয় ওয়ানডেতে যে একটি পরিবর্তন আসছে তা শতভাগ নিশ্চিত। এবাদতের জায়গায় বাংলাদেশ দল ফিরতে পারেন তাসকিন আহমেদ।

বোলিং অ্যাটাকে আর কোনো পরিবর্তন নাও হতে পারে। তবে ব্যাটিংয়ে পরিবর্তন আসতে পারে। আফগানদের বিপক্ষে দুই ওয়ানডেতেই বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় দেখা গেছে। ফলে তৃতীয় ওয়ানডেতে এদিকটা পরখ করে দেখতে পারে টিম ম্যানেজমেন্ট।

অবশ্য দলে তেমন বিকল্প না থাকায় ওই বিভাগে পরিবর্তন আসার সম্ভাবনা কম। তবে বোলিং শক্তি বাড়াতে আফিফকে বসিয়ে বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামকে খেলানো হতে পারে। এক ম্যাচ খেলিয়েই ওপেনার নাঈম শেখকে বেঞ্চে না বসানোর সিদ্ধান্ত নিতে পারেন বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ: লিটন দাস (অধিনায়ক), নাঈম শেখ, নাজমুল শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন/তাজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।

/আরআইএম

Exit mobile version