Site icon Jamuna Television

নির্বাচনের প্রস্তুতি ও পরিবেশ সম্পর্কে জানার চেষ্টা করছি: ইইউ প্রতিনিধি দলের প্রধান

বাংলাদেশের আগামী নির্বাচনের প্রস্তুতি ও সম্ভাব্য পরিবেশ সম্পর্কে জানার চেষ্টা করছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। সে বিষয়ে সদর দফতরে প্রতিবেদন দেয়া হবে বলে জানান প্রতিনিধি দলের প্রধান রিকার্ডো শেলেরি।

মঙ্গলবার (১১ জুলাই) সকালে নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এই প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন ইইউ দলের প্রধান।

পরে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছে ইইউ প্রতিনিধি দল। তিনি বলেন, নির্বাচনকালীন সরকার বা রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিয়ে কোনো কিছু জানতে চায়নি ইইউ প্রতিনিধি দল।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব আরও বলেন, সুষ্ঠু নির্বাচন করতে কমিশন সক্ষম কিনা, তা জানতে চেয়েছে ইইউ প্রতিনিধি দল। ১৮-২২ জুলাই আবারও কমিশনের সাথে বৈঠক করবে সংস্থাটির কারিগরি টিম।

আরও পড়ুন: মার্কিন দুই কূটনীতিকের ঢাকা সফর; গুরুত্ব পেতে পারে নির্বাচন ও মানবাধিকার ইস্যু

/এম ই

Exit mobile version