আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সক্রিয় হয়ে উঠেছে আগ্নেয়গিরি। দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, সোমবার (১০ জুলাই) থেকে অঞ্চলটিতে অনুভূত হচ্ছে মাঝারি মাত্রার ভূমিকম্প। তবে বিশেষজ্ঞরা বলছেন, এতে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। খবর বিবিসির।
বিশেষজ্ঞদের মতে, রেকিনস্ উপদ্বীপে উদগীরণ হওয়া আগ্নেয়গিরি লোকালয়ের জন্য সরাসরি ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে না। কারণ, আগ্নেয় লাভা মাটিতে গড়িয়ে পড়ার পরই প্রচণ্ড ঠাণ্ডায় তা জমে যাচ্ছে। ধোঁয়া বা ছাই খুব উপরে না ছড়ানোয় অঞ্চলটির বিমান চলাচলও স্বাভাবিক আছে। তবে ক্রমাগত ভূমিকম্পের কারণে কিছুটা বিপাকে পড়েছেন স্থানীয়রা।
এর আগে, ২০২১ সালে দেশটির ফাগরা-দেল-ফিয়াগ আগ্নেয়গিরি সক্রিয় হয়ে ওঠে। সেসময় দুই হাজার ৪৬০ ফুট উচ্চতা পর্যন্ত উঠেছিল লাভার স্ফুলিঙ্গ। যা দেখতে ছুটে যান বহু পর্যটক এবং গবেষকরা।
এসজেড/

