Site icon Jamuna Television

লঙ্কান লিগে যাচ্ছেন আম্পায়ার গাজী সোহেল

ছবি: সংগৃহীত

বিপিএলে বিদেশি আম্পায়ারদের ম্যাচ পরিচালনা করতে দেখা যায় প্রায় প্রতি আসরেই। সে তুলনায় বাংলাদেশি আম্পায়ারদের ডাকা হয়না বিশ্বের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে। তবে এবার বাংলাদেশি আম্পায়ারদেরও বাজার খুলছে বিদেশি লিগে। আইসিসি আন্তর্জাতিক আম্পায়ার গাজী সোহেলকে এলপিএলের জন্য নিয়োগ দেয়া হয়েছে।

এদিকে কানাডার টি২০ লিগ থেকে যোগাযোগ করা হয়েছে আরেক আন্তর্জাতিক আম্পায়ার মাসুদুর রহমান মুকুলের সঙ্গে। ব্যাট-বলে মিলে গেলে অভিজ্ঞ এই আম্পায়ারও প্রথমবার বিদেশি লিগে ম্যাচ পরিচালনার দায়িত্ব পাবেন।

গাজী সোহেল ও মাসুদুর রহমানের পথ চলা প্রায় একই সঙ্গে। ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত মাসুদুর রহমান ৩৮ ও গাজী সোহেল ২৯ আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন। বাংলাদেশি আম্পায়ারদের মধ্যে সবচেয়ে বেশি ১০২ ম্যাচ পরিচালনা করেছেন শরিফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

/আরআইএম

Exit mobile version