Site icon Jamuna Television

বন্দুকধারীর গুলিতে নিহত রুশ নৌ বাহিনীর কমান্ডার

নিহত রুশ নৌ কমান্ডার

অজ্ঞাত এক বন্দুকধারীর গুলিতে প্রাণ হারিয়েছেন রাশিয়ার নৌ বাহিনীর এক কমান্ডার। এ তথ্য নিশ্চিত করেছে রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১০ জুলাই) সকালে ক্রাসনোদা শহরে হাঁটাহাঁটি করতে বের হন স্ট্যানিস্লাভ রিজিৎস্কি নামের ওই সেনা সদস্য। এসময় আকস্মিক হামলার শিকার হন তিনি। তার বুকে চারটি গুলি করে পালিয়ে যায় এক আততায়ী। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই নৌ কমান্ডার।

হামলাকারীকে এখনও গ্রেফতার করতে পারেনি প্রশাসন। নিহত এই কমান্ডার ইউক্রেনের ভিনিস্তা শহরে ক্যালিবার মিসাইল হামলা চালিয়েছিলেন বলে নিশ্চিত করেছে জেলেনস্কি প্রশাসন। যাতে কমপক্ষে ২৩ বেসামরিকের প্রাণহানি হয় বলে দাবি কিয়েভের।

এসজেড/

Exit mobile version