Site icon Jamuna Television

নেপালে ৬ আরোহী নিয়ে নিখোঁজ হেলিকপ্টার

নেপালের রাজধানী কাঠমান্ডু যাওয়ার পথে নিখোঁজ হয়ে গেছে একটি হেলিকপ্টার। নেপালের বেসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ জানিয়েছে, চালক ছাড়াও ওই হেলিকপ্টারে আরও ৫ জন বিদেশি পর্যটক ছিলেন। তবে তারা কোন দেশের নাগরিক তা এখনও স্পষ্ট নয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।

নেপালের বেসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষের তথ্য কর্মকর্তা জ্ঞানেন্দ্র বলেন, চপারটি সোলুখুম্বু থেকে কাঠমান্ডুর দিকে যাচ্ছিল। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই সকাল ১০টা নাগাদ কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এটির। এরপর থেকেই আর কোনো সন্ধান মিলছে না ওই হেলিকপ্টারটির।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ হেলিকপ্টারটিকে খুঁজতে ইতোমধ্যেই কাঠমান্ডু থেকে আরও একটি হেলিকপ্টার রওনা দিয়েছে। তবে এখনও ওই চপারের কোনো খোঁজ পাওয়া যায়নি।

এসজেড/

Exit mobile version