স্টাফ রিপোর্টার, মাদারীপুর:
দক্ষিণ আফ্রিকায় মাদারীপুরে শিবচরের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই প্রবাসীর হত্যার খবর বাড়িতে পৌঁছালে পরিবারজুড়ে আহাজারি শুরু হয়। পরিবারের সদস্যরা দ্রুত নিহতের মরদেহ দেশে আনার দাবি করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গে ২০০৯ সাল থেকে মুদি ব্যবসা করছিলেন মাদারীপুরের শিবচর পৌরসভার ৬নং ওয়ার্ডের আনেস সিকদারের ছেলে শামীম সিকদার (৪২)। সোমবার ব্যবসা প্রতিষ্ঠানে দোকান পরিচালনাকালে দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় শামীম লুকিয়ে আত্মরক্ষার চেষ্টার করে। একপর্যায়ে শামীমের মাথায় গুলি লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে। আশেপাশের লোকজন শামীমকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার (১১ জুলাই) শামীমের বাড়িতে তার মৃত্যুর খবর পৌঁছালে এলাকাজুড়ে শোক নেমে আসে। শামীমের স্ত্রীর নাম আইরিন আক্তার। বড় ছেলে আরিফ দশম শ্রেণির ছাত্র, ছোট ছেলে তামিম অষ্টম শ্রেণির ছাত্র এবং যমজ ২ মেয়ে মৌ ও মানছার বয়স মাত্র ৪ বছর।
এলাকাবাসী জানায়, সন্ত্রাসীরা শামীমকে হত্যা করলেও কোনো মালামাল লুট করেনি বা টাকাও নেয়নি। ব্যবসা ভালো হওয়ায় আফ্রিকায় সন্ত্রাসী ভাড়া করে বাঙালিরাই এ হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে ধারণা তাদের।
নিহত শামীমের বাবা আনেস সিকদার বলেন, ৬ মাস আগেও শামীম বেড়াতে এসেছিল। আজ মৃত্যুর খবর এসেছে। আমরা লাশটি দ্রুত আনার দাবি জানাই।
ইউএইচ/

