Site icon Jamuna Television

নেত্রকোণায় পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

স্টাফ করেসপন্ডেন্ট, নেত্রকোণা:

নেত্রকোণার মদনে সিনাই নদীর পানিতে ডুবে হাসাইন (৪) ও তাসমিন আক্তার (২) নামের সহোদর দুই ভাই-বোনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে নিজ বাড়ির পিছনের নদীর পানিতে ডুবে মারা যায় তারা। হাসাইন ও তাসলিমা জেলার মদন উপজেলার মাঘান ইউনিয়নের রামদাসখিলা গ্রামের শফিকুল ইসলামের ছেলে-মেয়ে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে শফিকুল ইসলাম তার সন্তানদের সাথে নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করেন। পরে শফিকুল ও তার স্ত্রী গরুর খাবার দিতে বাড়ির সামনে চলে যায়। সেই সুযোগে খালি ঘর থেকে শিশু দুটি ঘরের পিছনের নদীতে গিয়ে পড়ে যায়। এরপর বাবা-মা ঘরে গিয়ে শিশুদের না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে বিকেলে নদীতে শিশু দুটির মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তাদের উদ্ধার করে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, পানিতে ডুবে দুটি শিশু মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুদের পরিবারের লোকজন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইউএইচ/

Exit mobile version