Site icon Jamuna Television

রাজশাহীতে ২৫ হাজার ইয়াবা ও ১০০ ফেন্সিডিলসহ গ্রেফতার ৪

জব্দকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত ৪ মাদক কারবারি।

রাজশাহী ব্যুরো:

রাজশাহীর পৃথক তিনটি এলাকায় অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবা ও ১০০ ফেন্সিডিলসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব‍্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন অভিযান, মাদক উদ্ধার ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক আলমগীর হোসেন।

তিনি জানান, রাজশাহীর বাঘার হিলালপুর গ্রামে ২৩ হাজার পিস ইয়াবাসহ নেছার আহম্মেদ, বানেশ্বর এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ লিপি আক্তার ও বায়া এলাকায় ১০০ ফেন্সিডিলসহ আলী আজগর মোল্লা নামের তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে, অভিযানের সময় পলাতক আরও কয়েকজন মাদক কারবারিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেলহাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।

/এসএইচ

Exit mobile version