ভারতের উত্তরাঞ্চলের বৃষ্টি-বন্যা আরও উত্তর-পূর্বাঞ্চলের দিকে সরে যেতে পারে। মঙ্গলবার (১১ জুলাই) এ পূর্বাভাস দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া অধিদফতর। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
বিবৃতিতে জানানো হয়, আগামী ৪-৫ দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ এবং সেভেন সিস্টার্সখ্যাত রাজ্যগুলোয় রয়েছে ৬৪ থেকে ২০৪ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এরইমধ্যে সেখানে জরুরি সতর্কতা ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যগুলোয় আকস্মিক বন্যা হতে পারে- এমন পূর্বাভাসের কথাও জানানো হয়েছে।
গত কয়েকদিনের বৈরী আবহাওয়ায় ভারতে প্রায় ১০০ জন মানুষের প্রাণ গেছে। শুধু হিমাচল প্রদেশেই এ সংখ্যা ৭২। নতুনভাবে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে রাজধানী নয়াদিল্লিতে। যমুনা নদীর উপকূল থেকে ৪১ হাজারের মতো বাসিন্দাকে সরানো হচ্ছে।
ইউএইচ/

