
উইম্বলডন টেনিসে রুশ তারকা আন্দ্রে রুবলভকে ৩-১ সেটে হারিয়ে আসরের সেমিফাইনাল নিশ্চিত করেছেন নোভাক জোকোভিচ। শেষ চারে তার প্রতিপক্ষ ইতালির ইয়ানিক সিনার।
ম্যাচের শুরুটা ভালো ছিল রুশ তারকা রুবলভের। প্রথম সেট ৪-৬ গেমে জিতে নেন তিনি। তবে পরের সেটেই ঘুরে দাঁড়ান নোভাক জোকোভিচ। প্রতিপক্ষের সার্ভিস ভেঙ্গে এগিয়ে যান তিনি। ৬-১ গেমের জয়ে আগ্রাসী প্রত্যাবর্তন হয় এই সার্বিয়ান তারকার।
 যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
তৃতীয় সেটেও আধিপত্য দেখিয়েছেন জোকোভিচ। ৬-৪ ব্যবধানে জিতে ম্যাচে নিজের দখলে নেন তিনি। শেষ সেটেও অপ্রতিরোধ্য ছিলেন জোকো। এবার ৬-৩ গেমের জয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেন তিনি। ২ ঘণ্টা ৪৭ মিনিটের লড়াইয়ে হার মানেন আন্দ্রে রুবলভ।
ইউএইচ/
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply