যুক্তরাষ্ট্রের ভারমন্টে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) রাজ্যটির গভর্নর এই পরিস্থিতিকে ‘ঐতিহাসিক ও সর্বনাশা’ বলে মন্তব্য করেছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
গত রোববার থেকে ভারী বৃষ্টির পাশাপাশি প্রবল বন্যা দেখছে ভারমন্ট। রাবারের নৌকার মাধ্যমে কয়েকশ’ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। প্রতিবেশী তিন রাজ্যের সহযোগিতায় এখনো উদ্ধার তৎপরতা চলছে। প্লাবিত হওয়ায় রাজ্যটির প্রায় ১০০’র মতো রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। রাজ্যটিতে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
গত কয়েক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে। যার মাঝে রয়েছে নিউইয়র্কও। সেখানে প্রাণ হারিয়েছেন মধ্যবয়সী এক নারী। আবহাওয়াবিদরা পূর্বাভাস দিয়েছেন, আগামী সপ্তাহ পর্যন্ত এই বৈরী অবস্থা বহাল থাকবে।
ইউএইচ/

