Site icon Jamuna Television

ফিলিস্তিনি শরণার্থীদের অর্থ সহায়তা বন্ধ করল যুক্তরাষ্ট্র

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা- UNRWA’র জন্য সব ধরনের অর্থ সহায়তা বন্ধ করছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিদার নোয়ের্ট জানান এ তথ্য।

ফিলিস্তিনে ত্রাণ ও পুনর্বাসনে সহযোগিতা করা, জাতিসংঘের সংস্থাটিকে তিনি অভিহিত করেন ‘ভুলত্রুটি সংশোধনে অক্ষম’ হিসেবে। বলেন, অত্যন্ত সতর্কতার সাথে সবদিক পর্যবেক্ষণের পর সংস্থাটির জন্য ভবিষ্যতে আর কোনো অর্থবরাদ্দ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

ধারাবাহিকভাবে ফিলিস্তিনিদের জন্য অর্থবরাদ্দ দু’দফায় ৫০ কোটি ডলার কমায় ট্রাম্প প্রশাসন।

এবার পুরোপুরি সহায়তা বন্ধের ঘোষণা দিল UNRWA’র সবচেয়ে বড় দাতা ওয়াশিংটন।

এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

যমুনা অনলাইন: আরএম

Exit mobile version