Site icon Jamuna Television

মিয়ামিতে পৌঁছেছেন মেসি

ইন্টার মিয়ামি ক্লাবে যোগ দিতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পৌঁছেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। তাকে বহনকারী প্রাইভেট জেট বিমানটি মঙ্গলবার (১১ জুলাই) মিয়ামি স্টেডিয়ামের পাশ্ববর্তী একটি বিমানবন্দরে পৌঁছে।

এ সময় মেসির সঙ্গে ছিলেন তার পরিবারের সদস্যরা। ধারণা করা হচ্ছে, রোববার ক্লাব সমর্থকদের সঙ্গে পরিচিতি পর্বের আগেই চুক্তি সম্পন্ন করবেন এই আর্জেন্টাইন। যেখানে আড়াই বছরের চুক্তিতে প্রতি বছর ৬০ মিলিয়ন ডলার করে পাবেন এলএমটেন। ২১ জুলাই লিগ কাপে ইন্টার মিয়ামি লড়বে মেক্সিকান ক্লাব আজুলের বিপক্ষে। তবে সেই ম্যাচে মেসি খেলবেন কি না সেটি এখনও নিশ্চিত নয়।

এর আগে, ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে আচমকা সিদ্ধান্তে মেজর লিগ সকার ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেয়ার ঘোষণা দেন বিশ্বকাপজয়ী এই তারকা।

/এমএন

Exit mobile version