১৯৭৭ সালে জিয়াউর রহমান বিনা অপরাধে সামরিক সদস্যদের হত্যা করেছে। ২০১৩-১৪ সাথে খালেদা জিয়া পুড়িয়ে মানুষ মেরেছে। বর্তমান সরকার এগুলোর বিচার অবশ্যই করবে, এ কথা বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (১২ জুলাই) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে মায়ের কান্না এবং অগ্নিসন্ত্রাসের আর্তনাদ সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন তিনি। আরও বলেন, অগ্নি সন্ত্রাসের জন্য খালেদা জিয়া, মির্জা ফখরুল, মির্জা আব্বাসরা দায়ী। যারা মানবাধিকারের কথা বলে সেসব বন্ধু রাষ্ট্রকে এইসব নির্মমতা দেখে যাওয়ার আহ্বান জানান তিনি।
২০১৩-১৪ সালে দেশব্যাপী বিএনপির অগ্নিসন্ত্রাসের বিচারের দাবি জানান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেন তারা। জিয়াউর রহমানের শাসনামলে যেভাবে নির্বিচারে সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয়, তার বর্ণনা তুলে ধরেন প্রত্যক্ষদর্শীরা।
/এমএন

