Site icon Jamuna Television

ফরিদপুরের ছোট ভাইয়ের হাতে আপন বড় ভাই খুন

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় ছোট ভাই আমির হোসেনের (৩০) চলার আঘাতে খুন হয়েছেন আপন বড় ভাই আনোয়ার হোসেন (৩৫)। বাথরুম তৈরি করাকে কেন্দ্র করে মঙ্গলবার (১১ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের বাড়ি ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রামের মৃত নুরা খাঁর ছেলে। নিহত আনোয়ার একজন পিকআপ ড্রাইভার ও ঘাতক আমির একজন ভ্যানচালক।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দুই ভাইয়ের মধ্যে বাড়িতে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বড় ভাই আনোয়ার বাথরুম তৈরি করতে গেলে ছোট ভাই বাধা দেয়। এ নিয়ে রাতে ২ ভাই একে অপরকে গালাগাল করে। পরে ছোট ভাই আমির বড় ভাইকে গালি দেয়। পরে বড় ভাই লাঠি নিয়ে ছোট ভাইকে মারতে গেলে ২ জনের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে ছোট ভাই বড় ভাইকে ধাক্কা দিয়ে রাস্তার নিচের খাদে ফেলে দেয়। এতে বড় ভাই আনোয়ারের মাথা ফেটে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করি। লাশ সদরপুর থানা থেকে উদ্ধার করে বুধবার সকালে মর্গে প্রেরণ করা হয়েছে। আমির হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলছে। মামলার প্রস্তুতি চলছে।

এটিএম/

Exit mobile version