Site icon Jamuna Television

তাইওয়ানের দক্ষিণাঞ্চলে চীনের বড় সামরিক মহড়া

তাইওয়ানের দক্ষিণাঞ্চলে বিমান ও নৌবাহিনীর সমন্বয়ে বড় ধরণের সামরিক মহড়া শুরু করেছে চীন। খবর রয়টার্সের।

ফাইটার জেট, বোমারু বিমান এবং যুদ্ধজাহাজ নিয়ে চলছে এই মহড়া। তাইপের অভিযোগ, দেশটির অভ্যন্তরে অন্তত ৩২টি চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে। এর মধ্যে পারমাণবিক হামলা চালাতে সক্ষম চারটি এইচ ৬ বোমারু বিমানও ছিলো বলে জানানো হয়। এর পাশাপাশি বিভিন্ন ধরণের যুদ্ধজাহাজও টহল দিচ্ছে তাইওয়ানের জলসীমায়। এ ঘটনার পরপরই ওই এলাকায় যুদ্ধবিমান এবং সামরিক জাহাজ পাঠিয়েছে তাইওয়ান।

গেল বছরের আগস্ট থেকে নিয়মিতভাবে তাইওয়ানের আকাশ ও জলসীমায় মহড়া চালিয়ে আসছে চীন।

এটিএম/

Exit mobile version