Site icon Jamuna Television

ঝিনাইদহের মহেশপুরে ৪ ক্লিনিক সিলগালা

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে চারটি ক্লিনিক সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রত্যেক ক্লিনিককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। বুধবার (১২ জুলাই) দুপুরে এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

সিলগালা করা চার ক্লিনিক হলো- উপজেলার পদ্মপুকুর বাজারে অবস্থিত মহিউদ্দিন প্রাইভেট হাসপাতাল, নেপার মোড়ে অবস্থিত একতা ক্লিনিক, মা ও শিশু প্রাইভেট হাসপাতাল এবং ভৈরবা বাজারে অবস্থিত শিহাব প্রাইভেট হাসপাতাল।

এর আগে গত শনিবার (৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে একই উপজেলার গ্রামীণ প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে এক ক্লিনিকে ভুল অপারেশনে একজন প্রসূতির মৃত্যুর অভিযোগ করেন তার স্বজনরা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শরিফ শাওন। এ সময় উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেদায়েত মাহমুদ বিন সেতু ও ঝিনাইদহ র‍্যাব-৬ এর কর্মকর্তারা।

এএআর/

Exit mobile version