Site icon Jamuna Television

ট্রাম্পের অভিশংসনের পক্ষে ৪৯ শতাংশ মার্কিনী!

যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ নাগরিক মনে করেন, প্রেসিডেন্ট হিসেবে যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে শিগগিরই অভিশংসন প্রক্রিয়া শুরু করা উচিৎ- এমন অভিমত ৪৯ ভাগ মানুষের।

রাষ্ট্রপ্রধান হিসেবে ট্রাম্পের দায়িত্ব গ্রহণের দেড় বছরের মাথায় জরিপে উঠে এলো এসব তথ্য। শুক্রবার যৌথভাবে এ জনমত জরিপের ফল প্রকাশ করে- ওয়াশিংটন পোস্ট এবং এবিসি নিউজ।

জরিপে ট্রাম্পের প্রতি সমর্থন দিয়েছেন মাত্র ৩৬ শতাংশ মার্কিনী। ৫৩ শতাংশ অংশগ্রহণকারীর দাবি, দেশের বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করছেন প্রেসিডেন্ট।

গত ২৬ থেকে ২৯ আগস্ট পর্যন্ত পরিচালিত জরিপে অংশ নেন এক হাজারের বেশি মানুষ।

নানা বিতর্কিত সিদ্ধান্তে দেশে-বিদেশে ব্যাপক সমালোচিত ট্রাম্প। সম্প্রতি দুর্নীতির দায়ে বিচারাধীন সাবেক ব্যক্তিগত আইনজীবি পল ম্যানাফোর্টের বিচার প্রক্রিয়ার বিরোধিতা করায় আবারও প্রশ্নবিদ্ধ তার ভূমিকা।

Exit mobile version