Site icon Jamuna Television

ফোন নম্বর ও নাম গোপন রেখে ম্যাসেজ পাঠানোর সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

কিছুদিন পর পরই হোয়াটসআপ নিত্য নতুন সুযোগ সুবিধা নিয়ে হাজির হয়। এবারও হয়নি তার ব্যতিক্রম।অ্যাপটিতে একাধিক গ্রুপকে একই কমিউনিটিতে যুক্ত করার জন্য কমিউনিটিজ সুবিধা রয়েছে। সেই সুবিধাকে আরও একধাপ এগিয়ে নিতে নতুন নিরাপত্তা সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। খবর গ্যাজেট থ্রি সিক্সিটির।

এ সুবিধা চালু হলে ব্যবহারকারী চাইলেই নিজেদের ফোন নম্বর গোপন রেখে গ্রুপে বার্তা আদান-প্রদান করতে পারবেন। এমনকি অন্যদের পাঠানো বার্তায় প্রতিক্রিয়া দেখালেও অন্যরা ফোন নম্বর দেখতে পারবেন না। এরই মধ্যে অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রে এ সুবিধার কার্যকারিতা পরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ।

বর্তমানে হোয়াটসঅ্যাপের কমিউনিটি অ্যানাউন্সমেন্ট গ্রুপে অংশগ্রহণকারীদের ফোন নম্বর দেখা যায় না। তবে বার্তা পাঠালে বা প্রতিক্রিয়া জানালে অন্যরা ফোন নম্বর দেখতে পারেন। নতুন এ সুবিধা চালু হলে কমিউনিটিজ ব্যবহারকারীরা গ্রুপে বার্তা পাঠালে বা অন্যদের বার্তায় প্রতিক্রিয়া দেখালেও অন্য কেউ ফোন নম্বর দেখতে পারবেন না। কমিউনিটি অ্যানাউন্সমেন্ট গ্রুপ ইনফো থেকে সুবিধা চালু করা যাবে।

এটিএম/

Exit mobile version