Site icon Jamuna Television

সেই নেপালের বিরুদ্ধেই মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল

সংবাদ সম্মেলন শেষে বাংলাদেশ ও নেপাল জাতীয় নারী দলের কোচ ও অধিনায়করা।

দীর্ঘ দিন পর মাঠের লড়াইয়ে নামছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। নেপালের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচের প্রথমটিতে জয়ের বিকল্প ভাবছেন না অধিনায়ক সাবিনা খাতুন। সাফের পরও নেপালের সাথে জয়ের ধারা বজায় রাখতে চায় বাংলাদেশ। অন্যদিকে, এ ম্যাচ দু’টিকে এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবেই নিচ্ছে নেপাল।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেল সাড়ে পাঁচটায় কমলাপুর স্টেডিয়ামে শুরু হবে প্রথম ম্যাচ।

নারী ফুটবলে দক্ষিণ এশিয়া সেরার তকমাটা এখনও সাবিনা-কৃষ্ণাদের। কিন্তু, সাফের পর ১০ মাস পেরিয়ে গেলেও এ সময়ে আর কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেননি সানজিদা-ঋতুপর্ণারা। তাই, চলমান ফিফা উইন্ডোর ম্যাচগুলোকে নিজেদের ঝাঁলাই করে নেয়ার সুযোগ হিসেবেই দেখছেন সাফজয়ী নারী ফুটবলাররা।

এরইমধ্যে, দলে এসেছে বেশ কিছু পরির্বতন। পরীক্ষিত ফুটবলার আঁখি, সাজেদা, স্বপ্না নেই। নেই কোচ গোলাম রব্বানি ছোটনও। ছোটনের জায়গায় দায়িত্ব পালন করছেন মাহবুবুর রহমান লিটু।

অন্যদিকে, সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের প্রতিশোধ নেয়ার সুযোগ এখন নেপালের সামনে। এ ম্যাচে জিতে আগের হারের জবাব দিতে চায় তারা।

এ প্রসঙ্গে নেপাল জাতীয় নারী ফুটবল দলের কোচ অনন্ত রাজ থাপা বলেন, খেলতে নামার পর প্রীতি ম্যাচ হলেও আপনার ‍চুড়ান্ত লক্ষ্য থাকবে ম্যাচে জয় পাওয়া। বাংলাদেশ অবশ্যই খুবই ভাল দল এবং গত কয়েক বছরে তারা মেয়েদের ফুটবলে খুবই ভালো করেছে। প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ হবে আশা করছি। আমরাও যে ভালো দল, সেটা দেখানোর একটা চমৎকার সুযোগ হতে যাচ্ছে এ প্রীতি ম্যাচ।

প্রসঙ্গত, নেপালের সাথে এ পর্যন্ত ৭ বারের দেখায় দুই ড্র আর এক জয় বাংলাদেশের।

/এসএইচ

Exit mobile version