Site icon Jamuna Television

সৌদি লিগের ক্লাব আল ইত্তিহাদে যাচ্ছেন পগবা!

ছবি: সংগৃহীত

এবার সৌদি লিগে দেখা যেতে পারে বিশ্বকাপজয়ী ফরাসি তারকা পল পগবাকে। গুঞ্জন আছে আল ইত্তিহাদে বেনজেমা-কন্তেদের সঙ্গে যোগ দিতে পারেন এই ফ্রেঞ্চ মিডফিল্ডার। খবর গোল ডটকমের।

গোল ডটকম জানিয়েছে, সম্প্রতি সৌদি আরব ভ্রমণে গেছেন পগবা। সেখানে গিয়ে প্রো লিগের শীর্ষ ক্লাব আল ইত্তিহাদের অনুশীলন মাঠ পরিদর্শন করেছেন। এতে সৌদি প্রো লিগে পগবার যোগদান নিয়ে সম্ভাবনা জেগেছে। ক্লাবটির সঙ্গে চুক্তি হলে সেখানকার মিডফিল্ড-ফরোয়ার্ডে জুটি বাঁধতে পারবেন কান্তে-বেনজেমার সঙ্গে।

তবে এ নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য মেলেনি। গুঞ্জন সত্যি হলে তিন বছরের চুক্তিতে ১২৮ মিলিয়ন ইউরো পাবেন পগবা। পাশাপাশি অন্য এক খবরে বলা হয়েছে এই য়্যুভেন্তাস তারকাকে পেতে ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে আরেক সৌদি ক্লাব আল আহলি।

গত মৌসুমে নানান চোট পগবাকে ভুগিয়েছে বেশ। সিরি আ’তে মাত্র ৬ ম্যাচে মাঠে নামতে পেরেছিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা। ইতালিয়ান ক্লাবটি তার সাথে চুক্তি বাতিল করতে চায় বলেও খবর এসেছে।

/আরআইএম

Exit mobile version