ব্রাজিলের ‘নতুন রোনালদো’ ডাক নাম পাওয়া ভিক্টোর রকিকে দলে নিয়েছে বার্সেলোনা। ১৮ বছর বয়সী এই তরুণের সাথে ৭ বছরের চুক্তি করেছে বার্সা।
পারানায়েনস ও ব্রাজিল যুব দলের হয়ে দারুণ পারফর্ম করছেন স্ট্রাইকার ভিক্টোর রকি। এই তরুণ স্ট্রাইকারকে লম্বা সময় ধরে নজরে রেখেছিল বার্সেলোনা। যুব দলের পর ক্লাবের হয়েও রকি সফল হওয়ায় রোনালদো খেতাব পাওয়া এই ফরোয়ার্ডকে দলে নিতে দেরি করেনি কাতালান ক্লাবটি। তবে এই মৌসুমে নয়, ২০২৪-২৫ সিজন থেকে বার্সায় যোগ দেবেন রকি।
ইএসপিএন বলছে, ১৮ বছর বয়সী এই ফুটবলারের জন্য ৪ কোটি ৪০ লাখ মার্কিন ডলার খরচ করছে বার্সেলোনা। পারানায়েনসের হয়ে এখন পর্যন্ত ৬৫ ম্যাচে খেলে ২২ গোল করেছেন রকি।
ইউএইচ/

