যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন তার পরিবারের সদস্যরা ও শুভানুধ্যায়ীরা।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নুরুল ইসলামের সমাধিতে প্রথমে যমুনা গ্রুপের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে যমুনা টেলিভিশন ও যুগান্তর পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় মরহুমের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। কিংবদন্তি এ শিল্প উদ্যোক্তার কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন শুভানুধ্যায়ীরা।
তারা বলেন, একাত্তরে রণাঙ্গনে যুদ্ধের পর দেশের জন্য আজীবন লড়ে গেছেন তিনি। নুরুল ইসলাম দেশের মানুষের জন্য দায়বদ্ধতা থেকে কাজ করে গেছেন। তার প্রতিষ্ঠিত যমুনা গ্রুপ লাখো মানুষের জীবিকার ব্যবস্থা করেছে। আজকের এই দিনে মহান এই কর্মবীরের প্রতি শ্রদ্ধা-ভালোবাসা।
ইউএইচ/

